১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও নোয়াখালী জেলা সভাপতি মোছলেহ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, কোষাধ্যক্ষ নবি আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে জেলার সকল উপজেলা থেকে স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সারাদেশে উপজেলা পর্যায়ে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী কাজ করছেন। তারা প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ, টিকাদান, মা ও শিশুর সেবা, রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা অভিযোগ করেন, দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও স্বাস্থ্য সহকারীরা এখনও ন্যায্য স্বীকৃতি ও উন্নত বেতন কাঠামো থেকে বঞ্চিত। বর্তমানে তাদের পদোন্নতি, বেতন ও মর্যাদায় চরম বৈষম্য রয়েছে।
বক্তারা অবিলম্বে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোরালো আহ্বান জানান।
ইএইচ