কুড়িগ্রামের ফুলবাড়ীতে “জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি” বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএসএস-এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একশনএইড বাংলাদেশ-এর পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. আরিফ সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল হক ও শ্যামলী রানী, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য সিয়াম হোসেন, এবং বড়ভিটা সৃজনী যুব সংগঠনের কোষাধ্যক্ষ শিমু শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা, একশনএইড বাংলাদেশ-এর প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, ইউএসএস-এর প্রোগ্রাম অফিসার নুরনবী ইসলাম, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যবৃন্দ, স্থানীয় নারী কৃষাণীসহ অনেকে।
সংলাপে অংশগ্রহণকারীরা জৈব ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার গুরুত্ব এবং এর সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নারী কৃষাণীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নানা মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
ইএইচ