মহাসড়কে আলু ঢেলে চাষিদের সড়ক অবরোধ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৭:২২ পিএম

আলু উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং হিমাগারের অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে কুড়িগ্রামে মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। 

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

অবরোধে অংশ নেন শত শত আলু চাষি ও ব্যবসায়ী। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে তারা আগামীকাল (৯ জুলাই) পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।

আলু চাষিরা জানান, বর্তমানে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হচ্ছে ২২ টাকা। এর সঙ্গে হিমাগারে সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা ধরা হয়েছে। মোট ব্যয় দাঁড়ায় প্রায় ২৯ টাকা। অথচ বাজারে আলুর দাম মাত্র ১৫ টাকা, ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। চাষিরা দাবি জানান, হিমাগারের ভাড়া কমিয়ে আগের নির্ধারিত ৫ টাকায় ফিরিয়ে আনতে হবে।

চাষি ও ব্যবসায়ী মো. মামুন উর রশিদ বলেন, "গত বছর হিমাগারের ভাড়া ছিল প্রতি কেজি ৫ টাকা, এবার তা বাড়িয়ে ৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। এতে ক্ষুদ্র চাষিরা দারুণ লোকসানের মুখে পড়েছে। আমরা আগের মূল্যে ফিরে যেতে চাই।"

আলু চাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলী বলেন, "আমাদের এই দাবি ন্যায্য। হিমাগার ভাড়া কমলে কিছুটা হলেও লোকসান পুষিয়ে ওঠা যাবে।"

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, "আমরা কুড়িগ্রামের চাষি ও ব্যবসায়ীদের অতিরিক্ত সুবিধা ও কমিশন দিচ্ছি বলেই ভাড়া তুলনামূলক একটু বেশি নিতে হচ্ছে।"

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, “চাষিরা আপাতত অবরোধ প্রত্যাহার করেছেন। আগামীকাল চাষি ও হিমাগার মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইএইচ