দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:০৯ পিএম

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জালের মজুদের তথ্য ছিল গোয়েন্দা সংস্থার কাছে। সেই তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকের চর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায় ৭ জুলাই সোমবার বিকেল ৫টা থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টার যৌথ অভিযান চালায় ৪৭ বিজিবি ও উপজেলা প্রশাসন।

অভিযানে জব্দ করা হয় প্রায় ৮,৫০০ কেজি চায়না দুয়ারি জাল, ৩,৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি ড্রাম ও ৪,০০০ কেজি জাল তৈরির যন্ত্রাংশ। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকালে বিজিবির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, আনসার সদস্য এবং বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. জাকিরুল ইসলাম।

অভিযান শেষে জব্দকৃত সব অবৈধ জাল ও যন্ত্রাংশ ইউএনওর উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় মৎস্যজীবীরা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ইএইচ