বরিশাল নগরীর অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকে পানি, যার মূল কারণ অপরিকল্পিত ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালক-যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতেই নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার দৃশ্য দেখা যায়। যদিও তিন দিন পর সকালের দিকে সূর্যের কিছুটা দেখা মিলেছিল, তবে দুপুর ২টার পর থেকে আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং থেমে থেমে বৃষ্টিপাত চলতে থাকে।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে কয়েক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে আগামী কয়েকদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নগরীর নিচু এলাকা এবং যেখানে ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল, সেসব স্থানে পানি নামতে না পারায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। এতে অনেক বাসিন্দা ঘর থেকে বের হতে পারছেন না, দোকানপাটে বেচাকেনাও কমে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে এবং বৃষ্টির দিনে লোকসান গুনতে হচ্ছে।
নগরবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইএইচ