পাবনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বন্যার আশঙ্কা

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:৩৭ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন অব্যাহত বৃষ্টি হতে পারে।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মুষলধারে বর্ষণ অব্যাহত রয়েছে, যার ফলে জনজীবনে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ফেনীসহ দেশের কিছু এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির কারণে পাবনা জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যার পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।

৮ জুলাই ভোররাতে শুরু হওয়া বৃষ্টি এখনও থেমে নেই। যদিও তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, তবুও শহরের স্বাভাবিক জীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

পাবনা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীদের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।

১০ জুলাই সকালে ঝুমঝুম বৃষ্টির মধ্যেও আমেনা খালা ভিক্ষা করতে বের হন। বৃষ্টিতে ভেজা অবস্থায় তিনি জানান, “ঘরে খাবার নেই, তাই বের হয়েছি।”

ঢাকায় বিরতিহীন বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। সম্প্রতি ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা তাপপ্রবাহে ভুগছিল পাবনাবাসী, সোমবারের বৃষ্টিতে তা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

এই অবিরাম বৃষ্টিতে পাবনার কিছু এলাকায় বসবাসকারীরা বিশেষত খেটে খাওয়া দিনমজুরেরা চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশব্যাপী পাঁচ দিনের বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল। জানানো হয়, দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

ইএইচ