কিশোরগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:৫৬ পিএম

কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, “স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে। তবে কোনো দাগী আসামি, সন্ত্রাসী বা বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবে না।”

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে নয়; এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন এবং জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমুখ।

সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে নতুন ও পুরাতন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

ইএইচ