গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সভাপতি-সেক্রেটারি সম্মেলন

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৫:০১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় গোয়ালন্দ আহম্মদ আলী গণগ্রন্থাগার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার আমীর গোলাম আজম মীর মালতের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিমের সদস্য মো. শামসুল ইসলাম আল-বরাটী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা সুরা সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন এবং গোয়ালন্দ পৌর শাখার আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক।

এছাড়াও চারটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সেক্রেটারিসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ইএইচ