বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:০৩ পিএম

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

সোমবার দুপুরে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল থেকেই মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হন।

মিছিলটিতে বরিশালের বিভিন্ন কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ অংশ নেন। পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, সিএন্ডবি রোড হয়ে চৌমাথা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে একটি চক্র গোপনে মব তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদল অতীতেও রাজপথে ছিল, আগামীতেও থাকবে। কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ইএইচ