নাটোরে জিয়া পরিষদের মানববন্ধন ও মিছিল

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:১৯ পিএম

জিয়া পরিবারকে নিয়ে আপত্তিকর প্রচার ও বিএনপির বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তির কথিত ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে জিয়া পরিষদ, নাটোর জেলা শাখা।

সোমবার সকাল ১০টায় আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার নেতাকর্মীরা। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে কার্যালয়ের সামনে ফিরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।” নেতারা এসব অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ইএইচ