বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী লক্ষী দাস স্বেতা এবারে এসএসসি পরীক্ষায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
তার এই অর্জন শুধু পরীক্ষার ভালো ফলাফল নয়, বরং জীবনের সংগ্রামে জয়ী হওয়ার এক অসাধারণ উদাহরণ।
স্বেতার বাবা একজন গ্রাম পুলিশ। স্বল্প আয়ের পরিবারে নানা অভাব-অনটনের মধ্যেও তিনি দৃঢ় মনোবল, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। দারিদ্র্য কিংবা প্রতিকূলতা তার স্বপ্নকে থামাতে পারেনি।
স্বেতার স্বপ্ন একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করা। এই পথচলায় উপজেলা প্রশাসনসহ স্থানীয় সমাজের বিভিন্ন মহল তাকে শুভকামনা ও সহানুভূতি জানিয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “স্বেতার মতো মেধাবীদের পাশে আমরা সবসময় আছি। সমাজের সবাই যদি এমন শিক্ষার্থীদের সহযোগিতা করে, তাহলে একদিন এদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ।”
স্বেতার এই সাফল্য নিঃসন্দেহে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ইএইচ