রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার ও বেড়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক এবং সহকারী উপ-পরিদর্শক রণজিৎ কুমার।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের নতুন বাজার এলাকার ‘হোটেল গরীবে নেওয়াজ’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা এবং বেড়াডাঙ্গা এলাকার ‘মেসার্স এস এম ফার্মেসী’কে পণ্যের মোড়কজাতের বিধি অনুসরণ না করা ও প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।”

ইএইচ