‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের গ্রাফিতি প্রতিযোগিতা। জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয় জেলা অডিটোরিয়াম সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর চত্বরে।
জেলার চারটি উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি গ্রুপে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। চিত্রে উঠে আসে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতার বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। তাদের এই প্রয়াস ভবিষ্যতে জাতিকে আলোকিত করবে।”
বিজয়ীদের তালিকা—
উচ্চ মাধ্যমিক পর্যায়
১ম স্থান: সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
২য় স্থান: শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ, শ্রীপুর
৩য় স্থান: বিহারীলাল বিশ্বাস সরকারি কলেজ, শালিখা
মাধ্যমিক পর্যায়
১ম স্থান: মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
২য় স্থান: মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল
৩য় স্থান: পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর রায়ের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আয়োজক জেলা প্রশাসনের পক্ষ থেকে সব অংশগ্রহণকারী প্রতিযোগী ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বলেন, এ আয়োজন জেলার সাংস্কৃতিক চেতনা বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে।
বিআরইউ