ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক

আবু জাহান তালুকদার, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:০৯ পিএম

ভারতে অবৈধভাবে প্রবেশ করে ফিরে আসার সময় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবির টহল দল। 

শনিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লামাঘাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক।

আটকরা হলেন— সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রাঙ্গামাটি গ্রামের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), একই উপজেলার মধ্যনগর গ্রামের গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৪৫), ফারুকনগর গ্রামের মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দইরাকোপা গ্রামের বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একই উপজেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫), এবং মোহনগঞ্জ উপজেলার বরহাতানি গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে আটক ব্যক্তিরা ৪-৫ মাস আগে বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং কুচবিহার এলাকায় অবস্থান করছিলেন। তবে কাজের যথাযথ মজুরি না পাওয়া এবং ভারতে ভীতিকর পরিস্থিতির কারণে তাঁরা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

ফিরে আসার সময় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল তাঁদের সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাঘাটা এলাকা থেকে আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ছয়জনকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

ইএইচ