পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) প্রকল্পের সহায়তায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিন, কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুর রহমান সিদ্দিক, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল জলিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম ফারুক মুন্সী, সিনিয়র সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২০ জন এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৬ জনসহ মোট ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এসএমসি সভাপতি, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ