দোকান ভাড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার নেই

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৩:৩১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শালমদী নয়াবাজার এলাকায় দোকান ভাড়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও ঘটনার একদিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনাটি ঘটে ৩০ জুলাই (বুধবার) সকালে। নি

হত জাহাঙ্গীর মিয়া (৫০) নিজস্ব মালিকানাধীন দোকানে পার্টিশন দেওয়ার সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬) আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন— তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)। তারা সবাই মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের বাসিন্দা। 

এজাহারে আরও বলা হয়েছে, বিএনপির ‘সুমন গ্রুপ’-সংশ্লিষ্ট তোতা মেম্বার নিহত জাহাঙ্গীর মিয়ার পরিবারের মালিকানাধীন তিনটি দোকান দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দখলে রেখেছিলেন। বারবার ভাড়া চাইলেও না দেওয়ায় ওইদিন সকালে জাহাঙ্গীর নিজ অংশে পার্টিশন দেওয়ার চেষ্টা করেন। তখন আসামিরা দলবদ্ধভাবে লাঠি ও রড দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করে।

ঘটনার একদিন পার হলেও মামলার প্রধান আসামি তোতা মেম্বারসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অনেকে এ ঘটনাকে পূর্ব বিরোধ ও প্রভাব বিস্তারের জের বলেও মনে করছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ইএইচ