কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বদরখালীর ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুহায়েত। তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের পুত্র।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১টার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্তারিত পরে জানানো হবে।”
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
ইএইচ