ইটনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:০৭ পিএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ‘জুলাই পূর্ণজাগরণে জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।

সমাবেশের শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগসহ ‘জুলাইয়ের মায়েদের’ অবদানের নানা দিক তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিক, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল, এবং ‘জুলাই যোদ্ধা’ কাওসারের মা।

এছাড়া সমাবেশে অংশগ্রহণ করেন—ইটনার ‘জুলাই যোদ্ধা’ ও অভিভাবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গুণীজন, সরকারি বিভিন্ন সেবা কার্যক্রমের উপকারভোগী নারীরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচির তাৎপর্য, তাদের আত্মত্যাগ ও অনুপ্রেরণামূলক ভূমিকাকে তুলে ধরে মূল্যায়ন করেন। পরে সমাবেশ শেষ হয় দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে।

ইএইচ