‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ এবং জুলাই আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।
শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণের তাৎপর্য তুলে ধরা হয় এবং ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং ঘোষণাপত্রকে স্থায়ী করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন, এবং আনসার ও ভিডিপির নারী আনসার প্রতিনিধি সালেহা আক্তার (কনক)।
অনুষ্ঠানে বরিশাল জেলা ও উপজেলার ‘জুলাই আন্দোলনে’ শহীদ ৩০টি পরিবারের সদস্য ও আহতদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের যোদ্ধাদের রক্ত যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
ইএইচ