গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি তোলেন বক্তারা।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- যমুনা টিভির স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, ডিবিসি নিউজের সোহেল তালুকদার, গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান, সিনিয়র সাংবাদিক ও দৈনিক মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম, মাই টিভির মির্জা মাসুদ, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আবু রায়হান, নাগরিক টিভির আবদুল্লাহ আল নোমান, দৈনিক টাঙ্গাইল সমাচারের সম্পাদক মাসুদুল হক, দৈনিক টেলিগ্রামের আলাউদ্দীন লিটু, রূপালী বাংলাদেশের মনিরুজ্জামান মনির, এবং এখন টিভির কাওসার আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তারা সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ইএইচ