চৌদ্দগ্রামে অটোচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৭:৩০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশাচালক তাফরুল ইসলাম সৈকতকে (১৯) হত্যার ঘটনায় তুহিন মজুমদার (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন মজুমদার ওই গ্রামের বাবুল মজুমদারের ছেলে।

র‌্যাব -১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ জুলাই বিকেলে মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার বাসিন্দা সৈকত অটোরিকশা (মিশুক) চালানোর উদ্দেশ্যে বের হন। এরপর তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে নাঙ্গলিয়া খালপাড়ে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তুহিনকে শনাক্ত করে র‌্যাব ।

জিজ্ঞাসাবাদে তুহিন মজুমদার স্বীকার করেন, ভিকটিম সৈকতের সঙ্গে তার পূর্বে পরিচয় ও সুসম্পর্ক ছিল। সেই সুযোগে তিনি ও তার কয়েকজন সহযোগী মিলে সৈকতকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

২ জুলাই রাত ১১টার দিকে তারা সৈকতকে সঙ্গে নিয়ে বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খালপাড়ে যায় এবং সেখানে বসে কথা বলতে থাকে। পরিকল্পনা অনুযায়ী, খালের পাশে লুকিয়ে রাখা চাপাতি দিয়ে এক পর্যায়ে সহযোগীরা সৈকতকে কুপিয়ে হত্যা করে। পরে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে মরদেহ খালে ফেলে দেয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত তুহিন মজুমদার হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ