মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী ইউনিয়ন একাদশ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৮:০৩ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোমতী ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোমতী ইউনিয়নের কাইউমের দুর্দান্ত গোলে ১-০তে এগিয়ে যায় গোমতী একাদশ। খেলার ৭৫তম মিনিটে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দোয়েল ত্রিপুরা গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। 

নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে গোলের ব্যবধান না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়, যেখানে গোমতী ইউনিয়ন একাদশ ৪-২ গোলে জয় পায়।

পুরো ম্যাচে চমৎকার ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন মো. সোহাগ।

এবারের টুর্নামেন্টে সেরা গোলদাতা হন গোমতী ইউনিয়নের আসাদ ভূঁইয়া, সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেলছড়ি ইউনিয়ন একাদশের লাদেন ত্রিপুরা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাচিং মগ।

২৩ জুলাই শুরু হওয়া লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৮টি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি (জি)। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসি, মেজর ইমরান হোসেন, ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফি, লেফটেন্যান্ট তানভীর আহমেদ, মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ইএইচ