মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৩:৪৪ পিএম

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন করেন জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি। 

এ সময় মাটিরাঙ্গা জোনের মেজর সামিউল হক সামি এবং অন্যান্য পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য অর্থ ও সামগ্রী, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহারস্বরূপ রেশন সামগ্রী এবং মানিকচন্দ্রপাড়া ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম প্রদান করা হয়।

বিনামূল্যের চিকিৎসা সেবা কর্মসূচিতে স্থানীয় প্রায় ২০০ জন পাহাড়ি এবং ১০০ জন বাঙালি বাসিন্দাকে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এবং গুইমারা সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ক্যাপ্টেন সুমাইয়া রহমান।

জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের জন্য ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে মাটিরাঙ্গা জোন কর্তৃপক্ষ জানিয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইএএচ