দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম।
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি ফাতেমা বেগম বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবরা আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্ভাবনার প্রতীক। কাজেই তোমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে অর্থ উপার্জন করবে এবং দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীকে হাতে সনদপত্র, সম্মানীভাতা এবং ৬ জন শীর্ষ ফ্রিল্যান্সারের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
ইএইচ