হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, সহকারী প্রধান শিক্ষক শিরীন আক্তার ও সহকারী শিক্ষক নানু মিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ১৪ বৃহস্পতিবার বানিয়াচং শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উপস্থিত ছিলেন— রাসেল আহমেদ, আতাউর রহমান, রিমা আক্তার, নিয়াদি হাসান জয়, মোহাম্মদ আরিফ, ইজ্জাজ, সাদ্দাম আহমেদ, এনামুল, মোহাম্মদ জিসান ও অভি।
তারা অভিযোগ করেন, শিক্ষকদের দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্যজনিত আচরণের কারণে শিক্ষার্থীদের ওপর অযথা নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে।
মানববন্ধনে জানানো হয়, এর পূর্বে শিক্ষার্থীদের মানববন্ধন ও অভিযোগের ভিত্তিতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অধিদপ্তরের যৌথ তদন্তে প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা শিরীন আক্তার ও সহকারী শিক্ষক নানু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে ১০ মাস পর তারা আবার কর্মস্থলে ফিরে আসেন এবং পুনরায় অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন। এতে শিক্ষার্থীরা অকারণে গালমন্দের শিকার হন এবং বেতন পিস নিয়মবিরোধীভাবে আদায় করা হয়।
জানা যায়, শিক্ষক-শিক্ষিকার বাড়ি বিদ্যালয়ের কাছাকাছি হওয়ায় এবং স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সংযোগ থাকার কারণে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারছেন না। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ইএইচ