প্রতিবাদের মুখে নলুয়ার প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার একদিন পরই অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অব্যাহতি দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত মাসে নলুয়া ইউনিয়নের আটজন মেম্বার যৌথভাবে স্বাক্ষর করে তৎকালীন ইউএনও মিল্টন বিশ্বাসের কাছে আবেদন করেন, যাতে যে কোনো একজন মেম্বারকে প্যানেল চেয়ারম্যান তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়। নবাগত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান ১২ আগস্ট আবেদনের ভিত্তিতে নাগরিক সেবা ও ইউনিয়নের সাধারণ কার্যক্রম সচল রাখার স্বার্থে মিজানুর রহমানকে দায়িত্ব প্রদান করেন।

দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই নলুয়া ও আশপাশের এলাকায় তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। 

স্থানীয়রা অভিযোগ তোলেন, মিজানুর রহমান পূর্ববর্তী সরকারের আমলে বিরোধী রাজনৈতিক কর্মীদের হয়রানির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে। আন্দোলনকারীরা অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানান।

১৪ আগস্ট ইউএনও তাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়।

নলুয়ার বাসিন্দা শাহাদাত হোসাইন বলেন, “মিজানের মতো একজন সন্ত্রাসীকে দায়িত্ব দেওয়ায় আমরা মানসিকভাবে আহত হয়েছিলাম এবং আন্দোলন শুরু করেছিলাম। অব্যাহতি দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ। তবে নবাগত ইউএনওকে কেউ বিভ্রান্ত করছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।”

অব্যাহতির অফিস আদেশের কপি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সাতকানিয়া প্রেসক্লাব আহ্বায়ক সাংবাদিক শহিদুল ইসলাম বাবর লিখেছেন, “যুবলীগ নেতাকে গ্রাম আদালত পরিচালনা ও অন্যান্য সেবা প্রদানের জন্য দায়িত্ব দেওয়ার একদিন পরই তা বাতিল করলেন ইউএনও। দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের আরও বেশি সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।”

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ। উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

ইএইচ