লোহাগাড়ায় পানিতে ডুবে হেফজখানা শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:৪৪ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে এমদাদুল হক ওয়াসী (৯) নামে এক হেফজখানা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসী একই এলাকার মিয়াজী পাড়ার ওসমান গনি সওদাগরের ছেলে এবং স্থানীয় শাহ আখতারিয়া (রহ.) হেফজখানার শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মোস্তফা কামাল জানান, ঘটনার দিন দুপুরে ওয়াসী তার শিক্ষা প্রতিষ্ঠানের পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। পরে তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএইচ