কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোনে প্রতিপক্ষের গুলিতে চিংড়ি চাষি শেকাব উদ্দিন (৪০) নিহত হয়েছেন।
শনিবার রাতের দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। শেকাব সাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।
জানা গেছে, রামপুর আবাসন প্রকল্প এলাকায় (চিরিংগা রাবার ড্যামের পাশে) ২২ একরের মৎস্য ঘের নিয়ে পাশের সওদাগর ঘোনা এলাকার সক্রিয় দুটো গ্রুপের মধ্যে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে রাতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। সেখানেই গুলিবিদ্ধ হয়ে শেকাব মারা যায়। চিংড়ি ঘের শেকাবের দখলে ছিল।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শেকাব হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। চিংড়ি ঘেরের দখল ও পূর্বশত্রুতার আক্রোশে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
জেএইচআর