বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৬:১৯ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠান।

সোমবার সকাল বেলা বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বেলস পার্কের ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য চাষে অবদান রাখায় ১০ জন চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার এবং মৎস্য অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি হিজলা উপজেলা শাখার আয়োজনে বেলা ১১টায় র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, হিজলা থানার ওসি আমিনুল ইসলাম, নৌ-পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, জাতীয় মৎস্যজীবি সমিতির আহ্বায়ক শাহজাহান রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

ইএইচ