নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৬:২৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপির গত ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

এ সময় বক্তব্য দেন- সিসিএ দোলন যোসেফ গোমেজ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, নিশি কান্তি জামিল, রতন আকঞ্জি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, সিভিও, গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউপিজি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নাজিরপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিশু সুরক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অসামান্য অবদান রেখেছে। তাদের এই কার্যক্রম এলাকায় টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ইএইচ