“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। বক্তারা সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে অবৈধ জাল ব্যবহার এড়াতে, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং মৎস্যজীবীদের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনার উপর আলোকপাত করেন।
সবশেষে পিরোজপুর জেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইএইচ