সোনারগাঁয়ে পানিবন্দি অসহায়দের মাঝে ইউএনওর খাদ্যসামগ্রী বিতরণ

পনির ভুইয়া, সোনারগাঁ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ও কাচপুর ইউনিয়নের পানিবন্দি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভারগাঁও, নাওরাভিটা, বড়ভিটা, সইদনগর, চৌধুরীপাড়া, রসুলবাগ, বান্দাপাড়া, দরগাবাড়ী, গোয়ালবাড়ীসহ আশপাশের বিভিন্ন গ্রামের পানিবন্দি পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, কাচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম, সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব পরশ আহমেদ, ভারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হাইসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

এ সময় ইউএনও ফারজানা রহমান বলেন, “খবর পেয়ে ইতোমধ্যে এখানে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। আজও আমরা ৫ টন চাল বিতরণ করেছি। পাশাপাশি পানিনিষ্কাশনের কাজ শুরু হয়েছে, যা চলমান রয়েছে।”

ইএইচ