শরীয়তপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রমে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নুরুজ্জামান শেখ, সদর (শরীয়তপুর) প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:১৮ পিএম

শরীয়তপুরে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করে জেলা পুলিশ। 

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা।

ব্রিফিং প্যারেডে জানানো হয়, ১৭, ১৮ ও ১৯ আগস্ট শারীরিক সক্ষমতা যাচাই, ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ১২ সেপ্টেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম নিয়োগ কাজে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “যোগ্য প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে হবে।”

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ কামরুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস), এটিইউ ঢাকা; সাইদ নাসিরুল্লাহ, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), মাদারীপুর; সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল), শরীয়তপুর; মোস্তাফিজুর রহমান ভূঞা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ইএইচ