যশোরে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি। যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পরিবর্তনের “অপচেষ্টার” প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়া হয়েছে।
এতে বলা হয়, ইতোমধ্যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জাতির সামনে তুলে ধরেছেন এবং নির্বাচন কমিশনও রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান জনসংখ্যা ও অবস্থা বিবেচনায় যশোরের ছয়টি আসনে নির্বাচন হয়ে আসছে। কেবল ২০০৮ সালে অনির্বাচিত সরকারের সময় এর ব্যত্যয় ঘটানো হয়েছিল। এখন আবার সেই অবস্থায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। মানুষের আশা-আকাঙ্ক্ষার বিরোধী যে কোন পরিবর্তন মেনে নেয়া হবে না। এ বিষয়ে বিএনপি রাজনৈতিক ও আইনগতভাবে অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোটারদের পক্ষ থেকে স্মারকলিপিতে স্বাক্ষর করেন অধ্যাপক নার্গিস বেগম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, মনিরুজ্জামান মাসুম, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু ও ফারুক হোসেন।
ইএইচ