নেত্রকোণার কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক মো. নুরুজ্জামান হত্যা মামলার দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় কেন্দুয়া অটো টেম্পু অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।
মঞ্চে বক্তব্য দেন— উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. রুমান খান, উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমন এবং শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকন।
বক্তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সন্ত্রাসী কায়দায় আমাদের শ্রমিক ভাইকে হত্যা করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”
এ সময় কয়েকশো শ্রমিক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আঃ করিম, নূর ইসলাম, মো. কাশেম, মো. আকিজ ও মো. জিয়া উল্লেখযোগ্য।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মো. নুরুজ্জামানের মরদেহ ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দুয়ার আদমপুর হাসপাতাল থেকে দুল্লী-বৈরাটি রোডের মরা খাল ব্রীজের কাছ থেকে উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচার বড় বাড়িতে।
ইএইচ