সিংগাইরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:১১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বুধবার সকাল ১১টায় সিংগাইর উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি খোকন মিয়া, পৌর বিএনপির আতাউর রহমান আতা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল আলম, রমজান আলী, সজিব হোসেনসহ সিংগাইর উপজেলার সকল স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ