দীঘিনালায় ওষুধের ফার্মেসিতে অভিযান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:২৪ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ৬টি ওষুধের ফার্মেসির মালিককে প্রতিজনকে ৫ হাজার টাকা করে, মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টায় বোয়ালখালী নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ানের স্যাম্পল ওষুধ রাখা দেখা যায়। 

ভোক্তা অধিকার আইনের ধারা অনুযায়ী দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জরিমানা করেন।

এ সময় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান জানান, প্রাথমিকভাবে ফার্মেসির মালিকদের সতর্ক করা হয়েছে। ফার্মেসিতে কোনো ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না এবং ফিজিশিয়ানের স্যাম্পল ওষধ হাসপাতালের কাছে পাঠাতে হবে। এছাড়াও, দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে স্যাম্পল ওষধ বিনামূল্যে বিতরণ করা হবে।

দীঘিনালা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা ও দীঘিনালা থানার প্রতিনিধি।

ইএইচ