হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের প্রাচীন মুঘল আমলের মসজিদটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে মসজিদটি পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছেন।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, প্রায় ৩ শতক পূর্বে মুঘল সম্রাটের আমলে নির্মিত এই মসজিদে দীর্ঘ কয়েক বছর ধরে কোনো ইবাদত-বন্দেগি হয়নি।
মসজিদটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মিনার দুটি ভেঙে পড়েছে, দেয়ালের খোসা পড়ছে, এবং ছাদের উপর দিয়ে ভিতরে বৃষ্টির পানি পড়ছে। দীর্ঘ কয়েক বছর ধরে মসজিদ অকেজো অবস্থায় রয়েছে।
এলাকার মুসল্লিরা আশেপাশে ছোট একটি মসজিদ নির্মাণ করেছেন, তাই প্রাচীন মসজিদে প্রবেশের জন্য তা ঘেঁষেই যেতে হয়। জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
এলাকার বিশিষ্ট মুরুব্বি শহীদুল ইসলাম জানান, “প্রায় তিনশ বছরের পুরনো এই মসজিদটি আমাদের বাবা ও প্রবীণদের কাছ থেকে শুনেছি, এটি সম্ভবত মুঘল সম্রাটের আমলের। এটি জরাজীর্ণ হওয়ায় ভেঙে পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি।”
গ্রামের বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ অনুমতি দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ ও সংরক্ষণের ব্যবস্থা করবেন। নাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ইএইচ