সন্দ্বীপে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:৫২ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মামরা, এবং সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন— উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) মো. জুয়েল, বাংলাদেশ কোস্ট গার্ড, পূর্ব জোন-এর প্রতিনিধি সিসি নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার দাস।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলার সফল মৎস্যচাষি আমিনুল ইসলাম।

উপস্থিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন মৎস্যচাষি মাস্টার মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, যা পরিবেশ রক্ষায় প্রতীকী উদ্যোগ হিসেবে গৃহীত হয়। পরে উপজেলার সফল তিনজন মৎস্যচাষিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সফল মৎস্যচাষীরা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সহায়তা আরও জোরদার করা উচিত।

ইএইচ