মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানটি পালন করে।
বুধবার সকাল ১১টায় শিবচর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর শুরু হয় পরিষ্কার-পরিছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ-বনজ বৃক্ষরোপণ কার্যক্রম। র্যালিটি উপজেলার ৭১টি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোল চত্বরে এসে শেষ করা হয়।
প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল।
প্রধান বক্তা ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তুমন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান এবং যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী।
অনুষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাব। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল্লাহ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন খান, জামান মোল্লা, আবুল হোসেন বেপারী, এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করেছি। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে শাসন নির্ধারণ করবে। আমাদের লক্ষ্য, নতুন কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় না আসে। কিছু ব্যক্তি বিএনপিতে এসে অপকর্ম করছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে; এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন।”
ইএইচ