কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের খেলার মাঠে ২০২৫ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল।
তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা পরিষদের সমন্বিত প্রচেষ্টায় স্কুলের শিক্ষার মান দ্রুত উন্নত করা সম্ভব।
তিনি আরও বলেন, “শুধু শিক্ষকেরাই দায়িত্বশীল নয়, অভিভাবকও সমানভাবে দায়িত্বশীল। সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে স্কুলে না যায় এবং অন্য কোথাও যায়, তার খোঁজ-খবর নেওয়া অভিভাবকের কর্তব্য।” তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, “স্কুলে কোনো ছাত্র-ছাত্রীকে মোবাইল ফোন আনতে দেবেন না। কারণ এই বয়সে মোবাইলে আসক্তি শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকের সম্মান না করলে একজন ছাত্র বা ছাত্রী কখনোই মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না।”
এরপর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন- জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহম্মেদ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহকারী প্রধান শিক্ষক ময়নুল কবির, কৃষি শিক্ষার শিক্ষক দুর্জয় কুমার কুন্ডু, ভোকেশনাল শিক্ষিকা রওনক জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিফুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাপনীতে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ