ব্যাংক-শেয়ারবাজার বন্ধ থাকবে মঙ্গলবার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০২:২১ পিএম

পবিত্র আশুরা পালিত হবে মঙ্গলবার (৯ আগস্ট)।  আশুরায় সরকারি ছুটি থাকায় এদিন দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

তথ্য মতে, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরায় দেশে সরকারি ছুটি থাকে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংক ও শেয়ারবাজারও বন্ধ থাকবে। ছুটির পর ১০ আগস্ট থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

সোমবার এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরের দিন লেনদেন পুনরায় শুরু হবে।

এবি