ফেনীতে গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৬:০৫ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে শহরের দারুল ইসলাম মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।

সভায় সভাপতিত্ব করেন শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতৃবৃন্দ নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন, ফেনীর গণহত্যার নির্দেশদাতা ও খুনিদের অবিলম্বে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এ ঘটনার পূর্ণাঙ্গ বিচার চাই।

তিনি বলেন, দেশে সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। নির্বাচন সংস্কার ও বিচার নিশ্চিত করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, মানবতার সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বিআরইউ