গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এরই অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব।
বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক ব্যর্থতার ফলেই গোপালগঞ্জে রক্তাক্ত ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগ প্রমাণ করে যে, সরকার সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। বক্তারা প্রশ্ন তোলেন, সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা চালিয়ে পার পেয়ে যায়, তবে দেশে গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তা কোন অবস্থানে দাঁড়াবে?
তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনার সাহস পেয়েছে। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইএইচ