আন্দোলনে মূল ফটকে তালা দিলে শাস্তি

আজিম সাগর, চবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৭:১৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলন মানেই মূল ফটকে তালা দেওয়ার রীতি। এখন থেকে তালা দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মূল ফটকে তালা দেওয়া চবিতে আন্দোলনকারীদের প্রধান কাজ। গতকাল ছাত্রলীগের অবরোধ কর্মসূচিতেও ছিল মূল ফটকে তালা।

তবে এখন মেইন গেইটে তালার দেয়ার বিষয়ে কঠোর হয়েছে চবি কর্তৃপক্ষ।

এবিষয়ে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, এখন থেকে মেইন গেইটে তালা দিতে পারবে না। যদি কেউ তালা দেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তাকে শাস্তির আওতায় আনবে চবি প্রশাসন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, আন্দোলনের ঘটনায় গেইটে তালা দেওয়া যাবে না। বিষয়টিকে শাস্তির আওতায় আনতে চবি প্রশাসন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এসএম