জবির ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন হাউজ টিউটর রাজিয়া-প্রভা

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৪, ০২:৫২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দুজন নতুন হাউজ টিউটর নিয়োগ করা হয়েছে। তারা হলেন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান প্রভা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জবির একমাত্র ছাত্রী হলে এ নিয়োগ দেয়া হয়।

সোমবার থেকে তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য এ দুই শিক্ষককে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর নিয়োগ দেয়া হলো। বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা পাবেন।

এ বিষয়ে সংগীত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান প্রভা বলেন, নোটিশ পেয়েছি। আজ জয়েন করেছি। সকল দায়িত্বই গুরুত্বপূর্ণ। যেন সঠিকভাবে পালন করতে পারে সে চেষ্টা করব।

ইএইচ