ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে তিন দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই তিন দফা দাবি উত্থাপন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কালোব্যাজ ধারণ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
তিন দফা দাবি হলো- শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মুক্ত মতপ্রকাশের নিশ্চয়তা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সদস্য ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা মিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা “সাম্যের রক্ত বৃথা যেতে দেবো না”, “নিরাপদ ক্যাম্পাস চাই”, “ভিসি-প্রক্টরের পদত্যাগ চাই”—ইত্যাদি স্লোগান দেন।
আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “শাহরিয়ার আলম সাম্য ছিলেন ছাত্ররাজনীতির একজন সাহসী, মেধাবী ও নিবেদিতপ্রাণ কর্মী। তাকে হত্যা করে শুধু একজন ছাত্রনেতাকেই নয়, একটি প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকেও হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রধান বিদ্যাপীঠে ভিন্নমতের একজন শিক্ষার্থীকে এভাবে নির্মমভাবে হত্যা করা পুরো ছাত্রসমাজের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছায়াতলে কীভাবে এমন নৃশংসতা সংগঠিত হলো, তা জানতে আমরা তদন্ত দাবি করছি। ঢাবি উপাচার্য ও প্রক্টরের দায়িত্বহীনতা এ ঘটনায় স্পষ্ট। তারা এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না। আমাদের তিন দফা দাবি অগ্রাহ্য করা হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আমরা রক্তের ঋণ ভুলে যাই না।”
ইএইচ