বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতেও না— এমন কঠোর মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চলমান অবস্থান কর্মসূচির মাঝে এক প্রেস ব্রিফিংয়ে ড. রইছ উদ্দীন বলেন, “বৈষম্যহীন দেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালানো অসম্মানজনক। এর বিচারের দাবি রয়েছে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদের কাতারে থাকা একজন। আমরা তাকে আশা করেছিলাম আমাদের বুঝবে ও সহযোগিতা করবে, কিন্তু তিনি তা করেননি। বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতেও না। এখন তোমার ভাব ফ্যাসিবাদী।”
ড. রইছ উদ্দীন বলেন, “কারো বল প্রয়োগ করে আমাদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই। আমাদের দাবিগুলো মেনে নিলে দুই মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসে ফিরে যাবো।”
তিনি বলেন, “যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, আমরা এখানেই অবস্থান করব। কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছি।”
টানা দুই দিন ধরে চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বাসে শিক্ষক ও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে উপস্থিত হন।
অবস্থানকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—“আবাসন চাই, বঞ্চনা নয়”, “বাজেট কাটছাঁট চলবে না”, “হামলার বিচার চাই”, “রক্ত নিলে রক্ত নেবে, জগন্নাথে হল দিতে হবে” ইত্যাদি।
ইএইচ