রাঙামাটিতে শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ

রাঙামাটি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:১৯ পিএম

রাঙামাটির ভেদভেদী এলাকার সরকারি শিশু পরিবারের প্রায় ২০০ শিশু-কিশোর ও স্টাফদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছেন দুই দম্পতি—শহরের মাঝেরবস্তি এলাকার বাসিন্দা লিটন শীল ও তার স্ত্রী লাক্সমি এবং দুর্গম বিলাইছড়ির মনু মারমা ও তার স্ত্রী জনি তংচঙ্গ্যা।

শনিবার (৫ জুলাই) দুপুরে শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী ফল বিতরণ অনুষ্ঠান। আম ও কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুর রশিদ, সহকারী সুপারিনটেনডেন্ট জুনোটন চাকমা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুর রশিদ বলেন, শুধু সম্পদ থাকলেই মহৎ কাজ করা যায় না, এর জন্য দরকার বড় মনের। সমাজে অনেক বিত্তবান আছেন, কিন্তু এমন মানবিক উদ্যোগে তারা এগিয়ে আসেন না। আজ যারা এই উদ্যোগ নিয়েছেন, তারা সত্যিই প্রশংসার যোগ্য।

ফল বিতরণ শেষে অনুভূতি জানিয়ে লিটন শীল ও মনু মারমা বলেন, এই শিশুদের মাঝে মৌসুমি ফল দিতে পেরে আমরা আনন্দিত। এখানে অনেক শিশু মা-বাবাহীন। তাদের মুখের হাসি দেখে আমাদের হৃদয় ভরে গেছে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে—আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী এসব শিশুদের পাশে দাঁড়ান।

এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সবাই।

বিআরইউ