জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ ও সহিংস পরিস্থিতির কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছুটি একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জুলাই সোমবার থেকে ক্যাম্পাসে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক অফিস আদেশে জানানো হয়, ২০ জুলাই রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে নির্ধারিত রুটিন অনুযায়ী ২০ জুলাই থেকেই কার্যক্রম শুরুর কথা ছিল। তবে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি ও কারফিউ সময়সীমা বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ও উপাচার্যের নির্দেশক্রমে জারিকৃত ওই অফিস আদেশ সংশ্লিষ্ট সব বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন নিহত হন। শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা ও পরে কারফিউ জারি করে জেলা প্রশাসন। এরপর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আরও কোনো সিদ্ধান্ত প্রয়োজন হলে তা পরবর্তীতে জানানো হবে।
বিআরইউ